পরীমণির পরে বিদ্যা সিনহা সাহা মিম। নায়িকার জন্মদিনে বড়সড় চমক পেলেন অনুরাগীরা।
২৪ অক্টোবর পরীমণির জন্মদিনে পাঁচতারা হোটেলের বলরুম জুড়ে ছিল আধখানা বিমান। ‘প্রীতিলতা’র পার্টিতে থিম রং ছিল লাল-সাদা। আর ১০ নভেম্বর সবাইকে চমকে দিয়ে জন্মদিনেই আংটি বদল করে বাগদান সারলেন বিদ্যা! দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
নায়িকার পছন্দের পাত্র কে? বিদ্যার সঙ্গে গত ছ’বছর ধরে সম্পর্কে ছিলেন সানি পোদ্দারের। প্রথম সারির একটি বেসরকারি ব্যাংকের কর্মী জন্মসূত্রে কুমিল্লার বাসিন্দা। অভিনেত্রীর সঙ্গে আলাপ ফেসবুকে। আলাপের ছ’মাসের মাথায় প্রেম। বুধবার সানির সঙ্গেই আংটি বদল সারলেন মিম।
ভক্তরা কেউ খুশি! আবার কেউ একটু বেজার! তাতে কী অভিনেত্রীর অভিনয়ই বড় কথা; ভক্তদের মন জয় করবেন ফের অভিনয়েই!
শুভ কামনা বিদ্যা সিনহা সাহা মিম! যৌথজীবন মধুর হোক!