আজ ৩০ নভেম্বর যদি আপনার জন্মদিন হয়; তবে ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জয়ের সম্ভাবনা।
চারিত্রিক বৈশিষ্ট্য : পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গিয়ে বিপদ। কোনও কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসায় আবার লাভের সম্ভাবনা। বাড়িতে অতিথি আসতে পারে। ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। আয় বৃদ্ধি পেতে পারে। কোনও খারাপ কাজ করার জন্য পাড়ার লোকের কাছে বদনাম হতে পারে। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে।
ব্যক্তিত্ব : এরা খুব সৌন্দর্য ও ভোগ-বিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজ্নীতিক, প্রখর অনুমানশক্তি সম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এরা ভাল শিল্পী, গায়ক চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারে। এদের স্বাস্থ্য ভাল, রোগ-ব্যাধি বিশেষ হয় না। এরা একটু নির্জনতাপ্রিয়। ভীড়ের চেয়ে একা থাকতেই বেশি পছন্দ করে।ীদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নয়।