হোসেন শহীদ মজনু সম্পাদিত ‘২১টি প্রেমের গল্প’ গ্রন্থের উপজীব্য বিষয় মানুষের জীবন। তরুণ লেখকদের লেখা গল্পগুলোর বিষয়-বৈচিত্র্য পাঠককে আকৃষ্ট করবে। কলম আর কালির রংতুলিতে ২১ তরুণ এঁকেছেন জীবনের নানা জলছবি! গল্পে কত শত বিষয় যে আসতে পারে; উপস্থাপন ঢংয়ের ভিন্নতা; সংলাপ আর সংলাপহীনতার যোজনা কিংবা মানব-মানবীর সম্পর্কের রকমফের— সবই আছে এখানে!
বইঘর অ্যাপ: https://cutt.ly/unumvHM