1. [email protected] : [email protected] :
  2. [email protected] : Majnu : Majnu
রচনার বদলে সুদীপা! - Banglanama.com
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন

রচনার বদলে সুদীপা!

  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে

রচনা বন্দ্যোপাধ্যায়ের জুতোয় সাময়িক পা গলালেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু সচেতন ভাবেই নিজস্বতা বজায় রেখে। এবং ‘দিদি নম্বর ১’-এর মুখ হয়ে ওঠা সঞ্চালিকাকে কোনও ভাবে অনুকরণ না করেই। তবে কি রান্নার অনুষ্ঠান ছেড়ে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সঞ্চালনায় নিজেকে বদলে নিলেন সুদীপা? সোমবারই জি বাংলার ফেসবুক থেকে লাইভ সম্প্রচারে এসেছিলেন ‘রান্নাঘর’-এর কর্ত্রী। সেখানেই জানিয়েছেন, বাবাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। পারলৌকিক কাজের দায়িত্বও সামলাতে হচ্ছে। তাই তিনি অনুষ্ঠানের দায়িত্ব ছেড়েছেন সুদীপার উপরে। আপাতত তাই আরও এক জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’ মাতাতে আসছেন সুদীপা।
টানা ১০ বছর যাঁর দৌলতে অনুষ্ঠান জনপ্রিয়, তাঁর জায়গায় সুদীপা। ভয় করছে না ভাল লাগছে?

আনন্দবাজার অনলাইনকে সুদীপার জবাব, ‘‘জি বাংলা একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য সব সময়ে সকলের পাশে থাকা। রচনাও সেটা মানেন। কিন্তু এই মুহূর্তে ওঁর মনের অবস্থা হাসি-ঠাট্টা করে সঞ্চালনা করার মতো নয়। তাই আমার এবং সৌরভের উপরে দায়িত্ব অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার।’’ সুদীপার কথায়, প্রতিযোগিতার বাড়তি পর্ব শ্যুট করা ছিল না। এ দিকে, ‘পিকনিক স্পেশাল শো’-এর আয়োজন সারা! ব্যয়বহুল আয়োজন কোনও ভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাই অনুরোধ জানানো হয় তাঁকে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

এই বিভাগের আরো সংবাদ দেখুন