লকডাউনের পুরোটা সময় ঘরে থেকেছি। কফির মগে চুমুকে, রাত জেগেছি। কিঙ্কর, সাদাত, সমরেশ মজুমদার, কবি গুরু এবং প্রিয় লেখক আনিসুল হকদের কল্পনার জগতে বিচরণ করেছি। আর আমি নিজেও এক নিজস্ব কল্পনার জগত তৈরি করেছি। সেখানে বিচরণ করেছি নিজের মতো করে। “কখনও হেসেছি, কখনও কেদেছি, কখনও মানব সেবা করে আনন্দিত হয়েছি, কখনও অন্যায় করে অনুতপ্ত হয়েছি আবার কখনও প্রেমে পড়েছি। সবশেষে ঘরে ফিরেছি, যে ঘর কখনও কাউকে তাড়িয়ে দিবে না। আমার এই ব্যক্তিগত জগতের নাম রেখেছি” ফেরা। দীর্ঘসময়ের সাধনা, নির্ঘুমতা আর মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, পাঠকদের জন্য নিয়ে আসতে সক্ষম হয়েছি, “ঘরে ফেরা” নামক এক কল্পনার জগৎ। এ জগৎ তৈরি করেছি সম্পূর্ণ নিজের মতো করে। আর আপনাদের জন্য উন্মুক্ত রেখে, বাস্তবে ফিরে এসেছি। এখন আপনাদের বিচরণের পালা। ধন্যবাদ জানাতে হয়, বাংলানামা‘কে। এই নবাগত লেখককে পাঠকের সামনে তুলে ধরে, অপরিচিত এই কল্পনাবিলাসীকে পরিচয় করিয়ে দেওয়ায় সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকবো।
ফেরা
লেখক : আরিফুর রহমান আকন্দ
মূল্য : ২২০ টাকা
ছাড়কৃত মূল্য : ১৬৫ টাকা