‘কারো আত্মজীবনীতে শুধু নিজের ভালটাই লিখলে সেটি কোনোদিন পূর্ণাঙ্গ আত্মজীবনী হতে পারে না। সেই বিবেচনায় হাজারীর লেখা আত্মজীবনীটি একটি পূর্ণাঙ্গ বই।’ ২০১০ সালে ‘জয়নাল হাজারী বলছি’র মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আবদুল গাফফার চৌধুরী এ অমোঘ মন্তব্য করেছিলেন।
২০০৮ সালে লেখা আর ২০১০ সালে প্রথম প্রকাশিত ‘জয়নাল হাজারী বলছি’র এটা দ্বিতীয় সংস্করণ। এ সময়ের পাঠকদের জন্য নতুন কিছুই বটে। প্রকৃতার্থে আত্মজীবনী বলতে যা বোঝায় এটি যেন তা-ই। জয়নাল হাজারী সম্পর্কে, তার রাজনৈতিক আদর্শ-কর্মকান্ড সম্পর্কে বিশদ জানার জন্য এ গ্রন্থ ব্যাপক ভূমিকা রাখবে। বিশেষত তরুণ প্রজন্ম জানতে পারবে এক অকুতোভয় অকৃতদার বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের জীবনচরিত।
বই : জয়নাল হাজারী বলছি
লেখক : জয়নাল হাজারী
মূল্য : ২৫০ টাকা
ছাড়কৃত মূল্য : ১৮৮ টাকা