09:01 PM, 08 Sep 2020
ক্ষুদিরাম বসুর দায়

বিশ্বযুদ্ধেরও বেশ কয়েক বছর আগে ক্ষুদিরাম বসুর জন্ম এবং ঐতিহাসিক আত্মোৎসর্গ। দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালবাসতে হয়, কাকে বলে দেশপ্রেম তার অনুপম এক দৃষ্টান্ত ক্ষুদিরাম।

শুধু ব্রিটিশ উপনিবেশে নয়, পৃথিবীর যে কোনো উপনিবেশ ও ইতিহাসে এরকম চরিত্র সম্ভবত দ্বিতীয়রহিত।
ইতিহাসের সেই নায়ক, এ সময় আদৌ কি জারি আছেন আমাদের চেতনায়, চিন্তায় ও চর্চায়? তাঁর আত্মোৎসর্গের শতবর্ষে ২০১৯ সালে লেখক-গবেষক-সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন জাতির সম্মিলিত দায় মেটানোর লক্ষ্যে ক্ষুদিরামকে খুঁজে ফিরেছেন ‘একবার বিদায় দে মা’ চিত্রনাট্যে, পরিচালক নূরুল আলম মিল্কীর প্রযত্নে।
বাংলানামা এই বইটি প্রকাশ করতে পেরে গর্বিত।