03:07 PM, 08 Sep 2020
চরিত্রহীনা

কবিতা পড়তে সবারই ভালো লাগে! তবে সেটা যদি আবার উপন্যাসের মধ্যে হয় তাহলে আর নতুন করে বলার কিছু থাকে না! হুম, এ উপন্যাসে কবিতা আছে, আছে

শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসের সঙ্গে প্রচণ্ড অমিল! আপনি যদি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন পড়ে থাকেন, তাহলে ওয়াদুদ খানের চরিত্রহীনা পড়ার দুঃসাহস দেখাতেই পারেন!
এ উপন্যাসের কবি লিখেছেন-
কী যে ভীষণ কালো এখন—
আমার আকাশ তুই ছাড়া।
তোকে পেলেই উঠবে আবার—
মোর আকাশে চাঁদ-তারা।

মনটা আমার ছাই পুড়ে হয়—
পথের ধারের ঘাস জানে।
জানবি না তুই, বুঝবি না তুই—
'তুই' হারানোর সব মানে।

বাংলানামা থেকে বইটি আসছে এই অক্টোবরেই ।