05:52 PM, 22 May 2018
পাকিস্তানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু

বাংলানামা ডেস্ক :
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির বিভিন্ন স্থানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

এখানকার তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সমাজ কল্যাণ সংস্থা ঈদি’র বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

ঈদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ঈদি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত তিন দিনে ১১৪টি লাশ নগরীর কোরাঙ্গী ও সোহরাব গোত এলাকায় অবস্থিত তাদের ফাউন্ডেমশনের মর্গে আনা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ জন হিটস্ট্রোকে মারা গেছে।

সংস্থাটি দেশব্যাপী মর্গ ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পরিচালনা করে।

ঈদি জানান, হিটস্ট্রোকে মারা যাওয়া অধিকাংশই তাদের বাড়িতে আক্রান্ত হয়ে যথাসময়ে কোন ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই মারা গেছেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ৬ বছর এবং সবচেয়ে বেশি ৭৮ বছর।

প্রতিবেদনে বলা হয়, যদিও স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই দাবি অস্বীকার করেছে।