01:44 PM, 30 Mar 2018
মন্দাকিনী ফিরেছেন জিসেলে!

বাংলানামা ডেস্ক

রাম তেরি গঙ্গা মেইলি'র মন্দাকিনীকে মনে আছে? বলিউড দর্শকদের তাকে মনে না থাকবার কথা নয়।

কারণ এ ছবির সেই কন্ট্রোভার্শিয়াল দৃশ্যটি যা দেখেছেন, তারা কোনোভাবেই ভুলতে পারবেন না! অনেক কাঠখড় পুড়িয়ে তবে সেন্সর পেয়েছিল ছবিটি। ওই ছবিতে মন্দাকিনীকে দেখা গিয়েছিল ট্রান্সপারেন্ট (স্বচ্ছ)  শাড়িতে ঝর্ণার গোসল করতে। আশির দশকে সেটা ছিল মন্দাকিনীর সাহসী শট! আর এবার সেইরকম বিখ্যাত দৃশ্য আরেকবার ফুটিয়ে তুলেছেন অখ্যাত (!) বলিউড অভিনেত্রী জিসেল ঠাকরাল!
জিসেল তেমন পরিচিত কেউ নন! তবে মনে হচ্ছে এবার পরিচিতি তার বাড়বে! তিনি অমিতাভ বচ্চনের (বিগ বসের) নবম সিজন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসেছিলেন৷ এসময় এ শোয়ের টিআরপি উচ্চমাত্রা ছুুঁয়েছিল! এবারে কেরালার অথিরাপিল্লি ফলসের কাছে ফটোশুটে অংশ নেন জিসেল। সেই শাদা শাড়ি পরে ভেজা গায়ে চুল সামলাতে দেখা গেছে এ অভিনেত্রীকে, স্বচ্ছ শাড়ি ভেদ করে তার তনু বেরিয়ে এসেছে, যেন সেই মন্দাকিনী তিনি‍!
ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করেছেন জিসেল নিজেই। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল! ক্যাপশনে মজা করে লিখেছেন, ঝরনার নিচে স্নান করার মজাটাই ভিন্ন। জিসেল অভিনীত আরো ছবি ক্যায়া কুল হে হম থ্রি, মাস্তিজাদে। ভাগ্যের শিঁকি এবার তার ছিড়তে পারে বলে মনে হচ্ছে।