04:45 PM, 25 Mar 2018
গুড নাইট সিটি কলকাতার মন!

বাংলানামা ডেস্ক

কলকাতা শহরের রাত বড়ই অদ্ভুত! আর এখানকার মানুষের মনের রাত সে তো আরো কিম্ভূতকিমাকার!

এই দুটি মিলে যদি একটি সিনেমা হয়, তাহলে সেটা কতটা অদ্ভূতুড়ে কিংবা সিম্পলি বেস্ট হতে পারে তা দেখা যাবে গুড নাইট সিটি সিনেমায়। এ ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এখন মানুষের মন আর কলকাতার মনকে মেলাচ্ছেন রাতের আধারে! ভাবুন সেটা কতটা ফ্যান্টাসি আর ভালোবাসায় ভরে উঠেছে!

এ সিনেমার কিছু পোস্টার টুইটারে ছেড়েছেন পরিচালক, আর তাতেই সিনেমাবোদ্ধারা ভিমড়ি খেয়ে পড়েছেন, আহা! কী দারুণ! এক রাতের কলকাতা শহর, ক্রাইমজোনে অপরাধীদের মনের অবস্থা, মনোবৈকল্প আর ভালোবাসার গল্প গুড নাইট সিটি। ঋতুপর্ণ ঘোষ অন্যতম এক চরিত্রাভিনেতা এ সিনেমার।